এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়া হংকং। বাংলাদেশ তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। একাদশে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।আরো পড়ুন:সিপিএলের প্লে-অফে সাকিবের অ্যান্টিগাবড় জয়ে শুরু ভারতের বাংলাদেশের একাদশ:তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। টস জিতলে হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মুর্তাজাও আগে বোলিং নিতেন। তবে আজ...