এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফলে প্রথমে ব্যাটিং করবে হংকং। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবিতে শুরু হবে খেলা। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ছিলেন না দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। বাইরে ছিলেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এবং দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। জয়ে শুরু করার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে একাদশে ফিরেছেন তারা। ফলে বাদ পড়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাত, বাবর...