কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট থেকে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে বৃহস্পতিবার বিকালে ঢাকায় পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। কুর্মিটোলায় এ কে খন্দকার ঘাঁটিতে বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানাতে অন্যদের সঙ্গে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। খেলোয়াড়দের পাশে বাফুফে যে, আছে তা আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। কাঠমান্ডুতে হোটেলে বন্দী থেকে মানসিক ভাবে বিপর্যস্ত থাকতে পারেন জামাল-রাকিবরা। ফুটবলারদের ট্রমা কাটানোর বিষয়ে তাই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সেখানে বলেছেন, ‘আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেবো যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করবো, কারণ অনেক সময় এ রকম পরিস্থিতিতে ফিজিক্যাল শক হয়। আমরা এই বিষয়ে সচেতন রয়েছি। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিক্যাল টিমও চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে প্রস্তুত ছিল।’ কাঠমান্ডুর পরিস্থিতিতে বাফুফে ভালোভাবে দৃষ্টি রেখেছিল। বাফুফে কাঠমান্ডুতে বাংলাদেশ...