ঢাকা : প্রায় পঞ্চাশ বছর ধরে বলিউডে কাজ করছেন অমিতাভ বচ্চন। বয়স আশির দোরগোড়ায় থাকলেও এখনও শাহেনশাহর ভক্ত সংখ্যা দেখে লজ্জায় পড়ে যান অন্যান্য স্টাররা। অমিতাভের স্ত্রী জয়া বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন এবং তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘদিন ধরে যুক্ত অভিনয় জগতের সাথে।লাইমলাইটে কিভাবে থাকতে হয় তা খুব ভালো মত জানে বচ্চন পরিবার। এমনকি এই পরিবারের নানান কেচ্ছা শুনলে অবাক হবেন সকলে। অমিতাভ ঐশ্বরিয়ার সম্পর্কের গভীরতা থেকে শুরু করে প্রেম-চুম্বন-পরকীয়া একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে বচ্চন পরিবারের সাথে।বয়সের কারণে দীর্ঘদিন চরিত্র বাছাইয়ে সমস্যা হচ্ছিল বিগ বির। এমনকি ২০০৩ সালে বুম নামের একটি বি গ্রেড ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন গুলশান গ্রোভার এবং ক্যাটরিনা কাইফ। চূড়ান্ত আর্থিক সংকটের কারণেই বচ্চন এমন সিদ্ধান্ত নেন...