ছাত্রদলের ভোট বর্জন এবং বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে বিকাল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট শেষ হয়েছে। তবে নির্ধারিত সময় শেষেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানকার পোলিং কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, হলে মোট ৯৯২ জন ভোটার রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে। অনেকেই তখনো লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, “তাদের সকলের ভোটগ্রহণ করে তবেই আমরা ভোটগ্রহণ শেষ করব।” সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ছাত্রদলের ভোট বর্জন এবং বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে বিকাল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট শেষ...