আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে সিলেট বিভাগের হয়ে খেলবেন মুশফিক। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এনসিএল টি-টোয়েন্টির জন্য সিলেটের দল ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গেছে মুশফিকুর রহিমের নাম। জাতীয় দলের একাধিক ক্রিকেটার খেলবেন চায়ের শহর সিলেটের হয়ে। এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা খেলবেন এই দলের হয়ে। মুশফিকদের এই দলের নেতৃত্ব দেবেন জাকির হাসান। এছাড়া বর্তমানে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিককে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। জাকির হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, অমিত হাসান, মিজানুর রহমান সায়েম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান...