চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম ১০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ দশমিক ১৩ বিলিয়ন (১১৩ কোটি ২০ লাখ) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৭৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ প্রতিদিন গড়ে আসছে ১১ কোটি ৩ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৩৮১ কোটি টাকার প্রবাসী আয়। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, গত বছরের একই সময়ে (২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম ১০ দিন) রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় এ বছর বেড়েছে প্রায় ১৮ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস এবং সেপ্টেম্বরের ১০ দিন মিলিয়ে দেশে এসেছে ৬০৩ কোটি ডলারের রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ে পাওয়া ৫০৮ কোটি...