জুলাই সনদের গ্রহণযোগ্য প্রস্তাবগুলোর বাস্তবায়নে বিএনপি মত দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশন সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ৬টি মতামত এসেছে, ৪টি বিষয় কমিশন উপস্থাপন করেছে।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংবিধান সংস্কারসহ সবগুলো মৌলিক বিষয়। সবাই মতামত দিয়েছে। বিএনপিও মতামত দিয়েছে। গ্রহণযোগ্য প্রস্থাবগুলোর বাস্তবায়নে মত দেওয়া হয়েছে। যেগুলো এখনই নয়, কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারে...