২০২৪ সালের জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে গণআন্দোলন তরান্বিত করেছিল আমার মতো সাবেক সেনা কর্মকর্তারা। মিরপুর ডিওএইচএস থেকে বের হয়ে ছাত্রজনতার সাথে একাত্মতা ঘোষণা করে অগণিত ছাত্রজনতার একটি মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করি। একই ভাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনর (রাওয়া) সদস্যবৃন্দ ছাত্রজনতার সাথে একাত্মতা ঘোষণা করে মহাখালীতে অবস্থান নেন। নাটকীয় মোড় নেয় আন্দোলন, স্বৈরাচারী শাসকের পতন অনিবার্য হয়ে পড়ে। জুলাই আন্দোলনের অন্যতম অংশীজন হিসেবে আজ কিছু কথা না বললেই নয়। গণআন্দোলন দমনে বিভিন্ন বাহিনীর গুলিতে-নির্যাতনে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলছি, প্রতিটি হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। তবে বিচারের দাবি যেন অবিচারের পরিবেশ তৈরি না করে, এ ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। একজন সাবেক বিজিবি কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে আমি কিছু প্রচলিত ন্যারেটিভকে প্রশ্ন করতে...