১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম চলতি মাসেই ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ নারী বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। এই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন। ১৪ জনের আম্পায়ারের তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও আছেন। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ নারী আম্পায়ার...