বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের মতো লেগ স্পিনার রিশাদ হোসেনও নিজের প্রথম ওভারে দিয়েছেন ৩ রান। নিজের প্রথম ওভারে ৩ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাতে পাওয়ার প্লে শেষে হংকংয়ের স্কোর ৩৪/২। পঞ্চম ওভারের চতুর্থ বলে বাবর হায়াতের স্টাম্প উপড়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তানজিম হাসান। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেছেন এই পেসার। ৩০ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে হংকং। উইকেটে এসেছেন নিজাকাত খান। উইকেট পেলেও প্রথম ওভারে ১১ রান দিয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসার নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন আরও ৮ রান। তৃতীয় ওভারে তৃতীয় বোলারের হাতে বল তুলে দিয়েছেন লিটন দাস। নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেছেন পেসার তানজিম। রাঠের বিদায়ের পর উইকেটে এসেছেন বাবর হায়াত। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পেরোনো হংকংয়ের দুই ব্যাটসম্যানের একজন বাবর।...