এশিয়া কাপ শুরু হওয়ার দিন দুয়েক আগেই আরব আমিরাতের স্পিনার সিমরানজিত সিং দ্বিধায় ছিলেন। এখনকার ভারতের টেস্ট অধিনায়ক এবং টি-টোয়েন্টির সহ-অধিনায়ক শুবমান গিল তাকে চিনবেন তো! সিমরানজিতের সঙ্গে প্রথমবার গিলের দেখা যখন হয়েছিল, তখন শুবমান মাত্র ১২ বছরের এক কিশোর। সেসময় পাঞ্জাবের হয়ে খেলার স্বপ্ন দেখা সিমরানজিত নিয়মিত মোহালির নেটে বল করতেন শুবমানকে। বুধবার রাতে আরও একবার ঘটলো সেই ঘটনার পুনরাবৃত্তি। কুলদিপ যাদবের ঘুর্ণি বিষে ৫৮ রানে গুটিয়ে যাওয়া আরব আমিরাতের হয়ে পঞ্চম ওভার করতে বল হাতে পান ৩৫ বছর বয়সী সিমরানজিত। স্ট্রাইকে তখন শুবমান। এক রান নিয়ে প্রান্ত বদলান, পরের বলে সূর্যকুমারও নেন এক রান। আর তৃতীয় বলে ব্যাকফুটে ভর করে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতান তিনি। ঠিক তার পরই সিমরানের দিয়ে এগিয়ে গিয়ে করমর্দন করে তাকে জড়িয়ে ধরেন...