গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নেওয়া একাধিক প্রার্থীর রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। প্রার্থীদের তালিকা যাচাই করে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন ১০ জন শিক্ষার্থী। কিন্তু এদের কয়েকজনের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।আরো পড়ুন:নিষেধাজ্ঞা অমান্য করে পাবিপ্রবিতে শিবিরের মিটিংরাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল রাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল গকসুর গঠনতন্ত্রের ১৭(খ) ধারায় স্পষ্ট বলা আছে—কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে যোগ দিলে বা ওই সংগঠনের পদে থাকলে প্রার্থীর সদস্যপদ বাতিল হবে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন বলছে, লিখিত অভিযোগ বা প্রমাণ না থাকায় এখনই কাউকে অযোগ্য ঘোষণা করা হয়নি। এ নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাধারণ...