জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আগে আত্মগোপনে থাকা ইসলামি ছাত্রশিবির এক বছরের মধ্যে দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কমিটি প্রকাশ করেছে। ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়েও ১৪ জনের কমিটি দেয় ছাত্রশিবির। সেই কমিটির এক বছর যেতে না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিলো সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) এবং ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। ভোট সংখ্যায় তাদের ধারে কাছেও নাই কেউ। ছাত্রদল দ্বিতীয় পজিশনে থাকলেও ছাত্রশিবিরের তুলনায় অর্ধেকেরও কম ভোট পেয়েছে। ২০২৪ সালের ১ আগস্ট সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছিল সাবেক আওয়ামী লীগ সরকার। আত্মপ্রকাশের এক বছরের মধ্যে শিক্ষার্থীদের এত ভোট কীভাবে নিজেদের করে নিলো তারা?...