বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তার ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? সেটা নিয়েই গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। সদ্য বাবার সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান। আদালতে সৎমা প্রিয়া সচদেবের বিরুদ্ধে জাল দলিল-নথি তৈরির অভিযোগ তুলেছিলেন তারা। এবার সেই অভিযোগের পালটা জবাব দিলেন প্রিয়া সচদেব কাপুর। যিনি সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী এবং মৃত্যুর দিন পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। দিল্লি উচ্চ আদালতে প্রিয়ার হয়ে মামলা লড়ছেন আইনজীবী রাজীব নায়ার। অন্যদিক কারিশমা কাপুর ও তার দুই সন্তানের আইনজীবী মহেশ জেঠমালানি। উভয় পক্ষই এবার সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে মুখোমুখি। প্রিয়ার আইনজীবী রাজীব বলেন...