সংক্ষিপ্ত স্কোর: হংকং ৬ ওভারে ৩৪/২ (জিশান ৫*, নিজাকাত ৪*; আংশুমান ৪, বাবর ১৪) দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পতনের পর পাওয়ার প্লেতে রানের চাকা সচল রাখার চেষ্টা করছিলেন বাবর হায়াত। হাত খোলার চেষ্টা করছিলেন তিনি। পঞ্চম ওভারে এসে বাবরকে বোল্ড করেছেন তানজিম হাসান সাকিব। তাতে ১২ বলে ১৪ রানে কাটা পড়েন বাবর। তার ইনিংসে ছিল ১টি ছক্কা। আউট হওয়ার আগের বলটি ছক্কা মেরেছিলেন হংকং ব্যাটার। পরের বলেও এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হন তিনি। প্রথম ওভারে মেহেদী হাসানের বলে বিদায় নিতে পারতেন ওপেনার জিশান আলী। এলবিডাব্লিউয়ের আবেদন হলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে বেঁচেছেন তিনি। পরের ওভারে তাসকিন আহমেদ অবশ্য এসেই ফিরিয়েছেন ওপেনার আংশুমার রাথকে। তাসকিনের বলে কট বিহাইন্ড হয়ে আংশুমান বিদায় নেন...