নিউ ইয়র্ক শহরের রাস্তায় ১০ সেপ্টেম্বর ক্যামেরার ফ্ল্যাশে আলো ছড়ালেন বলিউড ও হলিউডের পাওয়ার কাপল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। র্যালফ লরেন ফ্যাশন শো-তে অংশ নিতে তারা উপস্থিত হন একেবারে অনবদ্য লুকে। তাদের উপস্থিতিতে মনে হচ্ছিল ২০০৫ সালের হলিউড ক্লাসিক ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’ জুটি তারা। ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিই যেন বাস্তবেই রাস্তায় নেমে এসেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পরনে ছিল ধূসর রঙের একটি স্ট্রাকচার্ড ব্লেজার, সঙ্গে একটি সেমি-শিয়ার লম্বা ম্যাক্সি স্কার্ট। টপে কোনো বোতাম না রেখে কোমরে একটি মোটা বেল্ট দিয়ে নিজের লুককে আকর্ষণীয় করে তুলেছেন। সঙ্গে ছিল মিনিমাল হুপ কানের দুল ও কয়েকটি আঙটির মতো সাদামাটা কিন্তু মার্জিত অ্যাক্সেসরিজ। ব্রোঞ্জ টোন মেকআপ ও খোলা চুলে তিনি ছিলেন একেবারে ‘বস কুইন’। নিক জোনাস বেছে নিয়েছেন সম্পূর্ণ ব্রাউন রঙের একটি ঢিলেঢালা...