বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা। তারা অভিযোগ তোলেন, পোলিং এজেন্টদের কাজে বাঁধা, নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকাসহ নির্বাচন ঘিরে নানা অনিয়ম হয়েছে । সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী শরণ এহসান অভিযোগ করেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন হলে বিশেষ করে ছাত্রিদের হলে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট বিতরণ করা হচ্ছিল। উল্লেখ্য, জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন...