হংকংএশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দুই স্পিনার আর তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজ ছিল এশিয়া কাপের আগে যাচাই-বাছাইয়ের মঞ্চ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে পেসার তানজিম হাসান সাকিবের ওপরে ভরসা রেখেছে টিম ম্যানজেমেন্ট। পেস বিভাগের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। স্পিন বিভাগে আছেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন। হংকংয়ের বিপক্ষে একবারই টি-টোয়েন্টিতে দেখা হয়েছে বাংলাদেশের। ২০১৪ সালের সেই দেখায় অবশ্য হেরেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশ এখন বেশ পরিপক্ক দল। ২০১৪ সালের সেই প্রতিশোধ নেওয়ার লক্ষ্য টাইগারদের। এর আগে...