১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম শত্রুদের, বিশেষ করে অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কাতারি জনগণ ও দেশটির সরকারের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। দোহায় জায়নবাদী শাসনের সন্ত্রাসী হামলার পর কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে আলাপকালে এই সমর্থন ব্যক্ত করেন তিনি। মুসাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা ও কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, ‘‘ইরানের সশস্ত্র বাহিনী কাতারি ভাইদের সমর্থন করতে কখনোই দ্বিধা করবে না কারণ দুই দেশ এবং দুই জাতির মধ্যে সম্পর্ক সবসময়ই ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে। আমরা শত্রুদের, বিশেষ করে অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কাতারি জাতিকে একা ছেড়ে যাব...