উল্লেখ্য, ২০০৫ সালে মালয়েশিয়ায় প্রথম স্টোর চালুর পর, ‘মি. ডি আই ওয়াই’ এখন ৫০০০ + স্টোর পরিচালনা করছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম, পোল্যান্ডে ও সাউথ আফ্রিকা।বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্ক-এ প্রথম দুটি স্টোর চালু করা হয়, যার পর মিরপুর শাখা সংযুক্ত হয়। এরপর এবছরের মার্চে ধানমন্ডিতে চতুর্থ স্টোর উদ্বোধন করা হয়। শান্তিনগরে পঞ্চম স্টোর উদ্বোধনের মাধ্যমে, ‘মি. ডি আই ওয়াই’ বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত রেখেছে। বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও...