১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ হওয়ায় কন্ডিশন বুঝে নিতেই বল বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজের শেষ ম্যাচে নিয়মিতদের অনেককে বসিয়ে অন্যদের সুযোগ দিয়েছিল বাংলাদেশ। জয়ে শুরু করার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে নিয়মিতদের ফিরিয়ে একাদশ সাজিয়েছে তারা। সব মিলিয়ে সবশেষ ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন ৫টি। তানজিদ হাসান, পারভেজ হোসেন, স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন,...