দেশের অন্যতম বৃহৎ আইটি গ্রুপ ‘এডিএন গ্রুপের’ দুটি ব্যবসায়িক ইউনিট—এডিএন টেলিকম লিমিটেড এবং এডিএন টেকনোলজিস লিমিটেড—বাংলাদেশের টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি এবং স্মার্ট গতিশীলতা সমাধানে যৌথভাবে কাজ করার জন্য দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য কোম্পানি সিএনডি মোটরস কো. লি. এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার এডিএন গ্রুপ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় তিনটি বড় প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে, যার লক্ষ্য বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই অগ্রগতিতে সহায়তা করা: ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট এবং এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল সলিউশন সমঝোতা স্মারক অনুযায়ী, এডিএন গ্রুপ হাই-টেক পার্কে এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং সংযোজন কারখানা স্থাপনের কাজ শুরু করবে। একই সাথে, তারা বাজার উন্নয়ন ও আইনি প্রয়োজনীয়তা পূরণের বিষয়টিও দেখভাল করবে। অন্যদিকে, দক্ষিণ কোরীয় কোম্পানিগুলো অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম...