যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিনের একটি বই গত সোমবার আইনপ্রণেতারা প্রকাশ করে দিয়েছেন। বইটির সবচেয়ে আলোচিত বিষয় হলো একটি অশ্লীল ছবি। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় সই করেছেন বলে দেখে মনে হচ্ছে। এ ছাড়া বইয়ের অন্য একটি পাতায় ট্রাম্পের নাম আসার ফলে ডেমোক্রেটিক পার্টির নেতাসহ অন্য সমালোচকেরা তাঁকে আক্রমণ করার নতুন সুযোগ পেয়েছেন। বইয়ের পাতাটি ২০০৩ সালে যোগ করা হয়েছিল। জোয়েল পাশকো নামে এক ব্যক্তি এই পাতা যোগ করেন। তিনি ছিলেন নিউইয়র্কের একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক এবং ট্রাম্পের ‘মার-এ-লাগো’ রিসোর্টের সদস্য। ছবিতে দেখা যায়, এপস্টেইন ও আরেক ব্যক্তি এবং এক নারীর সঙ্গে রিসোর্টে দাঁড়িয়ে আছেন পাশকো। ছবিতে থাকা নারীর মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে। পাশকোর হাতে একটি বড় চেক, যা দেখতে নকল মনে হয়।...