বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আইকিউএসির আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং জেনারেল এডুকেশন (জিইডি) কোর্সের বাস্তবায়ন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিইউবিটির ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বিএনকিউএফ ও জিইডি কোর্সের বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগ শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর পরিচালক (কোয়ালিটি অ্যাসিওরেন্স ও বিএনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিন। তিনি তার বক্তব্যে বিএনকিউএফ এর গুরুত্ব এবং উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি জিইডি কোর্স শিক্ষার্থীদের সাধারণ শিক্ষাগত ভিত্তি শক্তিশালী করতে কীভাবে...