ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী প্রেসিডেন্ট গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে টেন্ডুলকারের প্রতিষ্ঠান জানায়, এই ধরনের খবর একেবারেই ভিত্তিহীন। ৫২ বছর বয়সী টেন্ডুলকারের প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলেছে,“সম্প্রতি কিছু প্রতিবেদন ও গুজব ছড়িয়েছে যে মি. শচীন টেন্ডুলকারকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে কিংবা মনোনীত করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবাইকে অনুরোধ করছি ভিত্তিহীন জল্পনা-কল্পনাকে গুরুত্ব না দিতে।” বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির মেয়াদ গত জুলাইয়ে শেষ হয়েছে। তিনি ৭০ বছরে পৌঁছানোয় বোর্ডের সংবিধান...