পর্যাপ্ত লোকবল, প্রয়োজনীয় ডিভাইস ও যন্ত্রপাতির অভাবে সব বয়সী প্রতিবন্ধী ব্যক্তিদের দরকারি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে তথ্য উঠে এসেছে এক গোলটেবিল আলোচনায়। ‘অধিকার হোক বাস্তব, সেবা হোক প্রবেশযোগ্য; প্রতিবন্ধিতা নয় কোনো সীমাবদ্ধতা; সহযোগিতা, অন্তর্ভুক্তি ও সেবাই হলো সমতা’- এই প্রতিপাদ্য নিয়েআজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) ও দৈনিক ঢাকা টাইমসের যৌথ আয়োজনে গোলটেবিল আলোচনাটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ নগরের দিগারকান্দা আসপাডা ট্রেনিং একাডেমিতে। উল্লেখিত প্রতিপাদ্য নিয়ে বিডিডিটির উদ্যোগে আট বিভাগের ৩২ জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে গোলটেবিল আলোচনার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো ময়মনসিংহের পর্বটি। আলোচনার শুরুতে প্রকল্পের সার্বিক দিকনিদের্শনামূলক স্বাগত বক্তব্যদেন বিডিডিটির সিইও মনিরুজ্জামান খান। তিনি সরকার পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা, সীমাবদ্ধতা এবং মাঠ পর্যায়ে সেবার মান ও চিত্র তুলে ধরেন। বিভাগীয়চার জেলা- ময়মনসিংহ,...