‘দুবাই এয়ারশো’-তে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও মিডল ইস্ট মনিটর। এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উল্লিখিত দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় আরব আমিরাত।আরব আমিরাত ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর কাছে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি বার্তা পাঠায়। তাতে বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চিঠিতে কাতারে হামলার বিষয়টি উল্লেখ না থাকলেও একাধিক সূত্র বলেছে, কাতারে ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদের অংশ হিসেবে আরব আমিরাত এ সিদ্ধান্ত নিয়েছে।দীর্ঘ দিন ধরে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো দুবাই এয়ারশোতে অংশ নিচ্ছে। এবারের শো চলতি বছরের নভেম্বরে হবে। এতে ৯৮টি দেশও থেকে এক হাজার ৪০০ এর বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। ধারণা করা হচ্ছে সেখানে প্রায় ২ শতাধিক উড়োজাহাজ প্রদর্শন করা হবে।নিষেধাজ্ঞার ব্যাপারে ইসরায়েলি...