কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় ভাড়াটে খুনি দিয়ে সারফান সর্দার (৫০) নামে একজনকে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-পন্থী কয়েকজনের বিরুদ্ধে। তিনি ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে। গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা বলছেন, এটি রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সারফান সর্দার আওয়ামী লীগপন্থী একটি পরিবারের সদস্য। দীর্ঘদিন ধরেই বিএনপি সমর্থক মন্ডল বংশের সোহেল, সাদ্দাম, ওবায়দুল, মনি, নুরুলসহ আরও কয়েকজন তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। ইতোমধ্যে এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ৯ সেপ্টেম্বর সারফান সর্দার প্রায়...