‘জয় বাংলা ব্রিগেড’ এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ‘উৎখাত ও রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ড করার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জাহাঙ্গীর এ তথ্য দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এদিন আবেদন করেন। এতে বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগপত্রভুক্ত ২৮৬ আসামির মধ্যে অনেকে বাংলাদেশে, আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশে থাকা আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না করতে পারেন সেজন্য নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। আর বিদেশে অবস্থান করা আসামিরা দেশে এলে যেন আটক করা হয় সেজন্য আদেশ প্রয়োজন। ছাত্র-জনতার...