চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রান্ত দে (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিকনদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট এলাকায় শ্রীশ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রমের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত দে ওই ওয়ার্ডের বণিকপাড়ার কাঞ্চন দে’র ছেলে। সে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে এসএসসি মডেল টেস্ট পরীক্ষা শেষে প্রান্ত বন্ধুদের সঙ্গে গোসল করতে পুকুরে নামে। তার সঙ্গে থাকা তিনজন বন্ধু সাঁতার কেটে উঠলেও প্রান্ত পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে পানির নিচ থেকে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি সেবাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত...