অন্তর্বর্তী সরকারের গত এক বছরে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসলেও সামগ্রিক অর্থনীতিতে সংস্কারের চাকা ঘোরেনি বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ। তার মতে, এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারী আত্মবিশ্বাস পাচ্ছেন না। এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সংকট থেকে স্থিতিশীলতা: অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গণতন্ত্র’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরুর রিয়াজ। তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতার কারণে নারী ও তরুণদের কর্মসংস্থান কমে যাচ্ছে। এই অর্থনীতিবিদ বলেন, ঋণ, রাজস্ব, অর্থনৈতিক ব্যবস্থাপনা শৃঙ্খল ভেঙ্গে পড়েছে। যা ঠিক করতে গেলে তিনটি জিনিস করতে হবে। প্রথমত আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রয়োজন। সরকার বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না উল্লেখ করে মাশরুর রিয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করেছে। সেন্ট্রাল ব্যাংককে তার স্বাধীনতা...