নারী ক্রিকেটে এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ পরিচালনা করবেন নারীরা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ দিয়ে এই নতুন ইতিহাস রচনা করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি মাসের শেষের দিকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। নারীদের এই বিশ্ব আসরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে রাখা হয়ে ১৪ আম্পায়ার ও ৪ ম্যাচ রেফারিকে, যারা সবাই নারী। নারী ক্রিকেটের এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসিও। ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন তিনি। এশিয়া কাপের পর এবার প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপেও দায়িত্ব পালন করতে যাচ্ছেন জেসি। জেসির সঙ্গে সাথিরা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বৃন্দা রাঠি, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ...