গাইবান্ধা জেলার সদরের ব্রহ্মপুত্র নদের কুন্দেরপাড়া ওয়ানস্টপ নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসক চৌধরী মোয়াজ্জম আহম্মদ এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ.কেএম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন রফিুকজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মন কুমার দাসসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ানস্টপ সেবা কেন্দ্রে স্বাস্থ্য, ভুমি, কৃষি, প্রাণিসম্পসহ সকল ধরণের নাগরিক সেবা মিলবে। এর আগে গণউন্নয়ন একাডেমিতে কম্পিউটার ল্যাব ও কেবলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। গাইবান্ধা জেলার সদরের ব্রহ্মপুত্র নদের কুন্দেরপাড়া ওয়ানস্টপ নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা...