চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন -২০২৫ এর নির্বাচন আচরণবিধি নিয়ে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির উদ্যােগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে. এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, চাকসু নির্বাচন পরিচালনা কমিটির তত্বাবধায়ক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন সহ অন্যন্যা কমিশনারবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে চাকসু নির্বাচনের সম্পূর্ণ আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির নসরুল্লাহ। পরে শিক্ষার্থীদের কাছে চাকসু নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অভিমত জানতে চায় নির্বাচন পরিচালনা কমিটি। এসময় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী বলেন,...