চলতি বছরে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) দেশে নতুন করে ৫৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। এতে এ বছরের মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৩৬ হাজার ৬৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৭৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে প্রতিদিন রোগী বাড়তে থাকায় পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাচ্ছে। মাসের প্রথম সাত দিনে যত সংক্রমণ ও মৃত্যু হয়েছে, তা এ বছরের কোনো মাসের প্রথম...