বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আতিকুর রহমান আতিক। বৃহস্পতিবার সারাদিন তিনি মোকনা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন এবং পংবাইজোড়া হাটসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। পরে বিকেলে ধুবড়িয়া ইউনিয়নে এক জনসভায় অংশ নেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজী শহীদুর রহমান শহীদ এবং সঞ্চালনা করেন ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আতিকুর রহমান আতিক বলেন,“রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি...