ঢাকা: বিশ্ব বাজারে স্বর্ণের দামে কিছুটা কমতি দিকে দেখা গেছে। এর কারণ হিসেবে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বিক্রয়চাপ কিছুটা বেড়ে যাওয়া বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।কিছুটা কমলেও এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছিই রয়েছে মূল্যবান ধাতুটির দাম।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৯ ডলার ২৩ সেন্টে, যা গতকালের তুলনায় দশমিক ৩ শতাংশ কম।এর আগে গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৬৭৩ ডলার ৯৫ সেন্টে পৌঁছায়, যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের বিক্রয় মূল্য কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৬ ডলার ৭০ সেন্টে।বাজারে স্বর্ণের এ নিম্নমুখিতায় বড় প্রভাবকের...