চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা ডেকেছিল নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সভা শুরু হয়। তবে মতামত জানানোর সুযোগ কম দেওয়ার অভিযোগে শেষ মুহূর্তে সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। শুরুতে খসড়া আচরণবিধি তুলে ধরেন নির্বাচন কমিশনার আমির মুহাম্মদ নসরুল্লাহ। পরে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন ও মতামত চাওয়া হয়। একের পর এক শিক্ষার্থী প্রশ্ন করা শুরু করেন। বেলা প্রায় ২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা সবাই মিলনায়তন থেকে বেরিয়ে যান। শিক্ষার্থী ছাড়াও সভায় ছাত্রশিবির, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা বর্জন করার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের নানা ধরনের প্রশ্ন রয়েছে।...