কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার একটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।আহতরা হলেন মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। তবে অপর আহত সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যায়- মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা অতর্কিতে গুলি ছুড়ে। এতে পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী...