কুষ্টিয়া:পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাম্প। কুষ্টিয়া ৪৭ বিজিবির অধীনস্থ দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি ক্যাম্পটি দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং জনবল নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর সম্পন্ন করা হয়।সেখানে থাকা বিজিবির সব সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান। তিনি জানান, গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যে বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে...