জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ দলিল আগামী ৩০ সেপ্টেম্বর ধ্বংস করবে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। ভূমি অধিদপ্তরের মহাপরিদর্শকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপজেলায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত (নম্বর ১৫২১ থেকে ১৭৮৮) নিবন্ধিত দলিলগুলো ধ্বংস করা হবে। বিষয়টি উপজেলাবাসীর অবগতির জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, জনগুরুত্বপূর্ণ স্থান ও প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রার সমিতির সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “যারা এ অফিসের মাধ্যমে জমি ক্রয়-বিক্রয় করেও এখনো দলিল উত্তোলন করেননি, তারা ৩০...