পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকা থেকে চুরি হওয়া ৪টি গাভী গরু ঝালকাঠি থেকে উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর রাতের দিকে ছৈলাবুনিয়া গ্রামের মো. ফারুক হোসেন মল্লিকের গোয়ালঘর থেকে চোরের দল ৪টি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন ১০ সেপ্টেম্বর ফারুক হোসেন মির্জাগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন (মামলা নং-১১)। মির্জাগঞ্জ থানার এসআই সুবর্ণ চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের জামাল সিকদারের বাড়ীর সামনে চুরি হওয়া ৪টি গাভী এবং...