বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-২০২৫-এর আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ উপলক্ষে আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের প্রস্তুতি নিয়ে রাঙ্গামাটিতে অংশীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা, সদর এসিল্যান্ড মোহাম্মদ আসলাম সরওয়ার, জেলা তথ্য অফিসার রাহুল বনিক, অডিশন কমিটির সদস্য সচিব ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক উম্মে হাবিবা দীনা, রাঙ্গামাটির সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে। এছাড়া অনলাইনে ভিডিও কলে খাগড়াছড়ি ও বান্দরবানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরাও যুক্ত হন। সভায় জানানো হয়, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলের আঞ্চলিক অডিশন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জেলা...