জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাহাদুর শাহ পার্ক ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে সহযোগিতা করেছেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি শেষে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন। জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছেদ অভিযানে অংশ নেন। এ বিষয়ে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে। এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজটই সৃষ্টি করেনি, বরং আমাদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশকে ধ্বংস করেছে। প্রশাসনের সহযোগিতায় অভিযান সফল হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার ও শিক্ষাবান্ধব স্থানে রূপান্তরিত করব। ভবিষ্যতে কোনো অবৈধতা...