নিরাপদ অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে নরসিংদীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত । গতকাল বুধবার নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হল রুমে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে সুইজারল্যান্ড সহায়তা সদর উপজেলার তিনটি ইউনিয়নের জন প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ওকাপ জেলা ব্যবস্থাপক মো: ওসমান গনি, ওকাপ প্রজেক্ট অফিসার মো: বাবুল হোসেন, ওকাপ ঢাকার এডভোকেসি অফিসার নিথরা মেহরাব প্রমুখ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)এর জেলা ব্যবস্থাপক মো. ওসমান গনি। তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা...