সংবাদ সম্মেলনে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, আমাদের প্রচুর ছাত্র-ছাত্রী আছে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই, যার এক্সিস্টিং ছাত্র-ছাত্রী। এটা কেন হল- এসব প্রশ্নের প্রশাসনকে অবশ্যই দিতে হবে। বুধবার রাত থেকে অনেকগুলো ‘বিষয়’ হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা অনেকগুলো অনুরোধ করেছি। কিন্তু তারপরও আমাদের অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি। আমি যখন কলমের কালি (অমোছনীয় কালি) নিয়ে আমি যখন কমপ্লেইন করেছি, যারা দ্বায়িত্বে আছেন তারা এটাকে এক ধরনের হালকাভাবে নিয়েছে। আমি মনে করি এটা কোনোভাবেই হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় বা ছোট জায়গাতেই হোক সেটা সুষ্ঠু হতে হবে, একটা জাল ভোটও যাতে এ ক্যাম্পাসে না পড়ে। আমরা যারা দ্বায়িত্বে আছি, আমরা মনে করি, এই দ্বায়িত্বে থাকা মানে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই, আমরা...