এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর খেসারত দিতে হবে বৃহৎ পরিসরে। উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা তানজির ইসলাম জানান, চান্দিনা-শ্রীমন্তপুর সড়কটির মতো খারাপ সড়ক চান্দিনার আর একটিও ছিল না। গত দুই মাস আগে ৪০ লক্ষ টাকা ব্যয়ে তিন কিলোমিটার সড়কটিতে ইট ও বালু ফেলে কিছুটা সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু সড়কটিতে নিয়মিত ডাম্প ট্রাক চলাচলে আবারও আগের চেহারায় ফিরে এসেছে। উপজেলার সচেতন মহল মনে করছেন, সড়কে অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণে না আনলে আগামী কয়েক মাসের মধ্যেই পুরো উপজেলার সড়কগুলো দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়বে। ফলে স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। জনদুর্ভোগ লাঘব ও সরকারি সম্পদ রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান তারা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ডাম্প ট্রাকের ওজন বহন করার...