বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পুনরুদ্ধারে একটি ভালো নির্বাচনের জন্যই দীর্ঘ ১৬-১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে বলে জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।তিনি বলেন, সবাইকে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। মানুষ এখন অনেক সচেতন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক এক সমাবেশে লায়ন ফারুক এ কথা বলেন।১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, পতিত স্বৈরাচার প্রশাসন, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প শুনিয়ে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের সব পর্যায় লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য ডাকসু নির্বাচন মাইলফলক : চরমোনাই পীরতিনি বলেন,...