তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর সীমান্ত চৌকি (বিওপি) পদ্মা নদীর প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক ভাঙনের ফলে বিওপির দুই-তৃতীয়াংশ মুহূর্তেই নদীতে ধসে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাকি অংশটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে গত ১৩, ১৪ ও ১৫ আগস্টে বিওপির অধিকাংশ স্থানান্তরযোগ্য সরঞ্জাম পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল।তিনি আরও বলেন, ঘটনার পরপরই বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং সকল সদস্যকে নিরাপদে চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়। নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হয়। বর্তমানে বিজিবির সকল সদস্য এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।নিজেই নিয়োগকর্তা হয়ে বরখাস্ত হলেন ২...